মহালয়ার পুণ্যদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা” মানবতার পাশে

naba-prantik naba-prantik-jpg1 naba-prantik-jpg2 naba-prantik-jpg3 naba-prantik-jpg4 naba-prantik-jpg5দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ।। পৃথিবীটা এখন যেখানে পৌঁছেছে সেখানে সর্বত্রই লাভ ক্ষতির অংকটাই সর্বাগ্রে বিবেচ্য। দেনাপাওনার এই গন্ডির বাইরে গিয়ে এই সমাজের জন্য কিছু করার মানষিকতা সম্পন্ন মানুষ যেমন রয়েছে পাশাপাশি কিছু প্রতিষ্ঠানও রয়েছে। মহালয়ার পুণ্যদিবসে লাভ ক্ষতির হিসেবের পাশে মানবতার নতুন সংজ্ঞা জুড়েছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”। তবে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র এই প্রয়াস সার্থক হয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের জন্য কিছু করার হৃদয়াসম্পন্ন কিছু বন্ধু ও TIT পাস আউট কিছু ছাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায়।
অনাথ আশ্রমের মধ্যে যে সব শিশু প্রতিপালিত হয় মানুষ হয়ে তাদের হৃদয়ের ব্যথা অনুভব করা যায় তাদের মুখ দেখলেই। মা-বাবার স্নেহ বঞ্চিত, আত্মীয় পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনাথ আশ্রমের জীবনের স্বাদ জানে একমাত্র ঐ সব শিশুরাই যাদের সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় কাটে অনাথ আশ্রমে।
মহালয়ার পুণ্যদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা আমতলীস্থিত ‘নব প্রান্তিকের’ ৬২ জন আশ্রমবাসী শিশু, আশ্রমের অন্যান্য কর্মীদের সঙ্গে এক পাতে বসে খাওয়ার মধ্য দিয়ে প্রমান করেছে মানবিকতা, মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি পৃথিবীর বুক থেকে।
এমন আহামরি কিছু করেনি “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা। সাধ্যের মধ্যেই সামান্য কিছু দেয়ার ইচ্ছে থেকেই এই প্রয়াস। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা খাওয়ার সামগ্রী দেয়াই নয়, রান্নার উপকরণ রন্ধন পর্বেও সাহায্যের হাত বাড়িয়েছে। নব প্রান্তিকের সবাইকে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র বন্ধুরাই পরিবেশন করেছে, তারপর এক পংক্তিতে বসেই হয়েছে ভোজন পর্ব। তাছাড়াও ‘নব প্রান্তিকের’ অনাথ শিশুদের পড়াশুনার জন্য খাতা, কলম, নানা প্রকার খেলার সামগ্রী দেয়া হয়েছে।
মহালয়ার পুণ্যদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধু সহ TIT পাস আউট ছাত্রদের এই অনন্য ভূমিকা যে অনাথ আশ্রমের শিশুদের কতোটা আনন্দ দিয়েছে প্রতিয়মান হয়েছে তাদের উজ্জ্বল আনন্দের বহিঃপ্রকাশে। শিশুর প্রশ্ন যেমন হয় তেমনি বহু অগোছালো প্রশ্ন আর জানার আগ্রহে সব শিশুরাই অনুভব করেছে জীবনের অন্যরকম একটা মুহূর্তের। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধু সহ TIT পাস আউট ছাত্রদের জন্য এই স্মৃতি যেমন চিরকাল অমলীন হয়ে থাকবে তেমনি অনাথ আশ্রমের শিশুরাও হয়তো ভুলতে পারবে না মহালয়ার পুণ্য দিবসের এই মুহূর্তটা।
এখানে উপস্থিত ছিলেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র কর্ণধার শান্তনু চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে রুদ্রদীপ ব্যানার্জি, বিপুল বিশ্বাস, সুদীপ চক্রবর্তী, অনামিকা নন্দী, উমা চক্রবর্তী, রাজীব সাহা, সুকোমল দেবনাথ, মুন্না সাহা, শতাব্দী দত্ত, মৌমিতা দত্ত, অমৃতা দেব, সভ্যসাচী ঘোষ, আব্দুল রাহিম, সুব্রত দাস, ভাস্কর শর্মা, দীপঙ্কর দেবনাথ, অমিতাভ আচার্য, দিপ্তনু সরকার, সুমন বিশ্বাস, দিপেন মজুমদার উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*