পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক

accident-jpgkhowaiগোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর ।। পথ দূর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সেই সাথে অমানবিক হচ্ছে সমাজ। যান চালক বা দূর্ঘটনাকারীদের ভূমিকা আরও নিম্নগামী হচ্ছে। এর মধ্যে শনিবার মর্মান্তিক এক পথ দূর্ঘটনা ঘটে গেল খোয়াই থানাধীন রামচন্দ্রঘাট এলাকায়। একটি গাড়ী এক ব্যাক্তিকে ধাক্কা দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েই পালিয়ে গেল। জানা যায় ঘিলাতলী নিবাসী ঐ আহত ব্যাক্তির নাম সুব্রত দাস। দূর্ঘটনায় সুব্রত দাসের একটি পা সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী পথচারীরা তৎক্ষানত অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা গুরুতর জখম অবস্থায় সুব্রত দাসকে রাস্তা থেকে তুলে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। সংবাদ লেখা পর্যন্ত সুব্রত দাসের পরিবারে এই দূর্ঘটনার খবর পৌছেনি। অথচ ইতিমধ্যে খোয়াই জেলা হাসপাতাল থেকে সুব্রত দাসকে জিবি স্থানান্তরিত করা হয়। এখন পর্যন্ত এতটুকু তথ্যই মিলেছে যে আহত ব্যাক্তির নাম সুব্রত দাস। উনার বাড়ী ঘিলাতলি এবং পিতার নাম সুজিত দাস। কিন্তু রাজপথ যেভাবে পথচলতি মানুষের জন্য বিভিষিকা হয়ে উঠছে তাতে আরক্ষা প্রশাসনের কোন ভূমিকাই কিন্তু চোখে পড়ছেনা। এর মধ্যে সড়ক দূর্ঘটনায় আহতদের এভাবে মৃত্যুর জন্য রাস্তার উপর ফেলে চলে যাবার ঘটনা আমাদের মানবিকতা বোধের প্রতি একটা প্রশ্ন চিহ্ন হয়ে উঠছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*