দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ অক্টোবর ।। অনাথ আশ্রম – মা-বাবার স্নেহ বঞ্চিত, আত্মীয় পরিজনদের থেকে বিচ্ছিন্ন নিঃসঙ্গ একাকী জীবনের বাস্তবতা। পৃথিবী যতই আধুনিক হচ্ছে সংখ্যা বেড়ে চলেছে অনাথ আশ্রমের। শুক্রবার, ঊষাবাজারস্থিত নব উদ্যোগ অনাথ আশ্রমের আবাসিকদের স্কুলের সামগ্রী দান ও দুপুরের খাওয়ার সামগ্রী দিয়ে সামাজিক দায়বদ্ধতার মহান ব্রতে এগিয়ে এসেছে TIT-র তৃতীয় বর্ষের সিভিল শিক্ষার্থী ও শিক্ষকরা। পূজোর প্রাক্কালে অনাথ আশ্রমের আবাসিকদের পূজোর আনন্দের পরশ বুলিয়ে দিয়েছে TIT-র শিক্ষার্থী ও শিক্ষকরা।