গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর ।। ভারত সরকারের লেভির জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে নিজে আত্মগোপন থেকে আসাম ও মণিপুরে ভারতব্যাপী কৃষক সভার সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী জননেতা প্রয়াত হিজম ইরাবত সিংহ ১৮৯৬ সালের ৩০ সেপ্টেম্বর মণিপুর রাজ্যে ইম্ফল উপত্যকার পিশুম থং ওইনাম গ্রামে জন্মগ্রহন করেছিলেন। আজ ৩০ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিংহের দীর্ঘ সংগ্রামী জীবনকে স্মরণ করে উনার ১২১তম জন্মজয়ন্তীতে উনার আবক্ষ মূর্ত্তির আবরন উন্মোচন হয়। খোয়াই পুর পরিষদ ও লৈকোন মণিপুরি কালচারেল অর্গানাইজেশনের উদ্যোগে খোয়াইয়ের উত্তর দূর্গানগরে উক্ত আবরন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, এডিসি চেয়ারম্যান ড. রঞ্জিত দেববর্মা, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, ভাইস-চেয়ারপার্সন কানন দত্ত সহ অন্যান্যরা। স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিংহের আবক্ষ মূর্ত্তির আবরন উন্মোচন করেন পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা ও এডিসি চেয়ারম্যান ড. রঞ্জিত দেববর্মা। আবরন উন্মোচন অনুষ্ঠানের পর জননেতা হিজম ইরাবত সিংহের জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।