দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ অক্টোবর ।। রক্তদান আশার আলো নিয়ে আসে। নিয়মিত রক্তদাতা হোন – এই বিষয়কে প্রতিপাদ্য করে শনিবার এক আলোচনা সভা আয়োজিত হয়েছে মুক্তধারা প্রেক্ষাগৃহে। রক্তদানের পরিসংখ্যানে ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত এই রাজ্যের মানুষ মানবতার মহান কাজে ইতিহাস সৃষ্টি করেছেন। জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসে মুক্তধারা প্রেক্ষাগৃহে আলোচনা সভায় রক্তদানে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর বিরুদ্ধে মানুষের লড়াইকে রক্তদানে জীবন দানে পরিসংখ্যানকে আরো বেশী সফল করার কথা বলেছেন বক্তারা। সোসাইটি অব ভলান্টারি ব্লাড ডোনার্স-এর ব্যবস্থাপনায় জাতীয় স্বেচ্ছা রক্তদান বিষয়ে মুক্তধারা প্রেক্ষাগৃহের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্বোধক ও মূখ্য অতিথি হিসেবে আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকামানন্দ মহারাজ, মহিলা কলেজের অধ্যক্ষা মণিদীপা দেববর্মা, জিমন্যাস্ট দীপা কর্মকার, কোচ বিশ্বেশ্বর নন্দী।