গোপাল সিং, খোয়াই, ০৩ অক্টোবর ।। খোয়াই শহরে সুভাষপার্ক এলাকায় দীর্ঘদিন যাবত ঘুরাফেরা করতে দেখা যায় এক ভবঘুরে মহিলাকে। শিক্ষিকত সমাজের কলঙ্ক গর্ভে নিয়ে এই মহিলা ভবঘুরে শহরের উপর দিয়েই চলাফেরা করতো। এই ভবঘুরে মহিলাকে নিয়ে একমাত্র জাগরন পত্রিকায় সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মানবিক আবেদন জানানো হয়েছিল বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, এনজিও এবং প্রশাসনের কাছে। জাগরন পত্রিকার সংবাদে এবং মানবিক আবেদনে সাড়া দিয়ে খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি গোপা চক্রবর্তী উদ্যোগ নিয়ে সোমবার সকালে খোয়াই কোহিনুর কমপ্লেক্সের নিকট থেকে ঐ গর্ভবতি মহিলা ভুবঘুরেকে উদ্ধার করে। দু:খজনক ঘটনা হলেও এই ভবঘুরে মহিলা এখন ৫ মাসের অন্ত:সত্বা। খোয়াই থানার ওসি শান্তিভূষন ভূঁইয়া, মহিলা কনস্টেবল সংগীতা মণি, বর্বি সিনহা ও গোপা চক্রবর্তী’র অক্লান্ত পরিশ্রমে থানায় নিয়ে যাওয়া হয় ভবঘুরে মহিলাকে। তারপর খোয়াই জেলা হাসপাতালে মেডিক্যাল করানো হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম সোমা রায়, পিতার নাম রতনমণী রায়, বাড়ী কৈলাসহর। এদিকে সোমবারই ভববঘুরে মহিলাকে খোয়াই জেলা ও দায়রা আদালতে নিয়ে যাওয়া হলে মেজিস্ট্রেট পুনরায় মহিলাকে উদ্ধারকারীদের রক্ষনাবেক্ষনে খোয়াই থানায় পাঠায়। দ্বিতীয় দফায় ভবঘুরে মহিলার ম্যাডিকেল করানোর নির্দেশ দেয় আদালত। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আগামীকাল ভবঘুরে মহিলাকে আগরতলা হোমে পাঠানো হতে পারে। খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি গোপা চক্রবর্তী’র এই উদ্যোগকে স্বগত জানিয়েছে খোয়াইবাসী। বেশ কিছু ভবঘুরে খোয়াই শহর এবং শহরতলীতে আরও রয়েগেছে যাদের কোন আশ্রয় নেই। হয়তো তারা সামান্য কিছু চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠতে পারে। তাই আগামী দিনে এদের চিহ্নিত করে চিকিৎসা পরিষেবার আওতায় আনার পাশাপাশি তাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর ব্যবস্থা গ্রহনেরও দাবি জানিয়েছে খোয়াইবাসী। খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি গোপা চক্রবর্তী’র দায়িত্ব আরও বাড়তে চলছে বলেই মনে করছে শুভবুদ্ধিমহল।