নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ।। পথ দূর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা। প্রায় প্রতিদিনই পথ দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। সোমবার ফের বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের। ঘটনা বেলোনিয়া নীহার নগরে। জানা যায়, একটি ট্রিপার এবং TR03 C 5586 নম্বরের বাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই যুবক। দূর্ঘটনায় দু’জনেরই মাথা থেতলে যায়। পুলিশ অভিশপ্ত ট্রিপারটিকে আটক করেছে।