নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ।। সোমবার রামঠাকুর পাঠশালা বালিকা উচ্চতর বিদ্যালয়ের নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। নতুন স্কুল ভবনে ১৮টি শ্রেনীকক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের ঘর, গ্রন্থাগার, কম্পিউটারের ঘর, অফিস ঘর প্রভৃতি রয়েছে। সব মিলিয়ে প্রকল্প ব্যয় ৭ কোটি ১৭ লক্ষ টাকা। দেড় বছরের মধ্যেই সুদৃশ্য এই বিদ্যালয় ভবনের কাজ শেষ করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষায় বেশী নম্বর পাওয়া এবং ভাল মানুষ হওয়া এই দুই দিকেই প্রতিযোগিতা করতে হবে। এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়ও অংশ নিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক গোপাল চন্দ্র রায়, কাউন্সিলার মায়া রানী সাহারায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল উপস্থিত ছিলেন।