রাভি নদী থেকে পাকিস্তানের নৌকা আটক করল বিএসএফ

pakজাতীয় ডেস্ক ।। পঞ্জাবের পাঠানকোট এলাকা থেকে একটি ফাঁকা পাকিস্তানি নৌকা আটক করেছে বিএসএফ। রাভি নদীর ওপর নৌকাটি ভাসছিল। বিএসএফের এক অফিসার জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত বরাবর রাভি নদী দিয়ে ভেসে এসেছে নৌকাটি। তবে নৌকাটি ফাঁকা। রাভিতে জলস্তর বেড়ে যাওয়ায় নৌকাটি সম্ভবত ভেসে এসেছে বলে বিএসএফ মনে করছে। উরি সন্ত্রাসের পর থেকে ভারত-পাক সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে। আর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই চোরাগোপ্তা আঘাতের সুযোগ খুঁজছে পাকিস্তান। এই সময় এভাবে পাক নৌকার ভেসে আসায় অনেকেই বেশ উদ্বিগ্ন। মাত্র দু’দিন আগে, ২ তারিখ গুজরাতে উপকূলরক্ষী বাহিনী ৯ কর্মী সহ একটি পাকিস্তানি নৌকা আটক করে। উপকূলরক্ষী জাহাজ সমুদ্রপাবক সমুদ্রে নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই পাক নৌকাটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*