নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর ।। এক সপ্তাহের মধ্যে ফের বাড়ল পেট্রোলের দাম। এবার বাড়ল ডিজেলও। যেখানে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৪ পয়সা, সেখানে ডিজেলের মূল্য লিটারপ্রতি বেড়েছে ১০ পয়সা। মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। রাজ্যেও এর প্রভাব পরবে। এর আগে ১ অক্টোবরই পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৭ পয়সা করে বেড়েছিল। সেদিন অবশ্য ডিজেলের মূল্য লিটারে ৮ পয়সা কমেছিল। এদিন দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়াল অয়েলের তরফে জানানো হয়েছে, ডিলারদের কমিশন বৃদ্ধির ফলেই এই দাম বেড়েছে।