দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ অক্টোবর ।। দূর্গতিনাশিনীর মর্তে আগমনের কাউন্ট ডাউনের সূচনা হয়েছে। মহালয়ার পর থেকেই শহরের বড় বাজেটের পূজো যারা করছে সেই সমস্ত ক্লাব বিশাল আকারের পেন্ডেল থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করছেন। পশ্চিম বাংলার চন্দন নগরের বিখ্যাত বিদ্যুৎ শিল্পীদের আগরতলায় এনেছেন। ইতিমধ্যেই শহরের রাজপথে আলো ছড়াতে শুরু করেছে বিভিন্ন ক্লাবের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।