নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ অক্টোবর ।। উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। মহাচতুর্থীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। শহরের সমস্ত ক্লাব বিশাল আকারের পেন্ডেল থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করছেন। আগরতলার বড় বাজেটের পূজো যারা করছে সেই সমস্ত ক্লাবে মহাচতুর্থীর সন্ধ্যায় খুলে দেয়া হয়েছে পূজো মন্ডপ। বুধবার সন্ধ্যায় রাজধানীর নেতাজী প্লে সেন্টার এবং ছাত্র বন্ধু ক্লাবে রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়ান দীপা কর্মকার এবং তার কোচ দ্রোণাচার্য বিশ্বশ্বর নন্দীকে দিয়ে পূজোর মন্ডপ উদ্বোধন করেছেন।মহাচতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে প্রতিমা দর্শনের পালা।