নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ অক্টোবর ।। মানুষের তরে মহান কাজের দৃষ্টান্ত রাখলেন উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাব। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি জনহিতৈষী কর্মকান্ডের আয়োজনও করে থাকে কৌরবস ক্লাব। বৃহস্পতিবার, উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাব প্রাঙ্গনে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ৩৮নং পুর ওয়ার্ডের কাউন্সিলার মিঠু শীল, ৩৯নং পুর ওয়ার্ডের কাউন্সিলার শম্পা সরকার (চৌধুরী), ২৩নং পুর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ ভট্যাচার্য সহ আরো অনেকে।