প্রার্থনার মন্ত্রেই শেষ হল খারচী উৎসব

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ জুলাই/(NUT) : চৌদ্দ দেবতার মন্দিরে শুক্রবার মানুষের চিরকালীন বন্ধনের চাবিকে সাক্ষি রেখে শেষ হয়েছে খারচী উৎসব। হাজার হাজার পূর্ণারথির আগমনে প্রমানিত উৎসব সম্প্রীতির বাঁধনকে শক্তিশালী করে।
চতুর্দশ দেবতার মন্দিরে খারচী উৎসব কোনো এক সময় রাজ্যের উপজাতি সম্প্রদায়ের পূজো হিসাবেই বিবেচিত হত। সময়ের পথ পাড়ি দিয়ে ‘খারচী উৎসব’ বর্তমানে রাজ্যের সব ধর্মের মানুষের অংশগ্রহনে পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে। জাত, পাত, ধর্মের বালাই বহু আগেই বিদায় নিয়ে খারচী উৎসব মিনি ভারতের চেহারা নিয়েছে।
ভক্তপ্রান মানুষের মঙ্গল প্রার্থনার মধ্যে দিয়ে সমাপ্ত হল খারচী উৎসব।
আগরতলা থেকে #শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share