নিউজিল্যান্ডকে ৩২১ রানে হাড়িয়ে তৃতীয় টেস্ট জয় ভারতের

crkখেলাধুলা ডেস্ক ।। ৩২১ রানে তৃতীয় টেস্ট জিতে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত। বিরাট কোহলির দল বুঝিয়ে দিল, তারা যোগ্য দল হিসেবেই টেস্টে এক নম্বর হয়েছে। চতুর্থ দিন ৪৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪৯ ওভার স্থায়ী হয় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৫৩ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে মোট ২৭ উইকেট নিলেন এই অফ স্পিনার। এর আগে এদিন ৪৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কোহলি ১৭ রান করে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন অজিঙ্ক রাহানে। ৪৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলের সাত রানের মাথায় টম লাথামকে (৬) ফিরিয়ে দেন উমেশ যাদব। এরপর কিছুটা ধরে খেলছিলেন মার্টিন গাপটিল () ও কেন উইলিয়ামসন (২৭)। এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। রস টেলরও (৩২) ভাল ব্যাটিং করছিলেন। তাঁকেও ফেরান অশ্বিন। তাঁর তৃতীয় শিকার লুক রঞ্চি (১৫)। জেমস নিশমকে (০) ফেরান রবীন্দ্র জাডেজা। মার্টিন গাপটিল (২৯) একা লড়াই করার চেষ্টা করছিলেন। তাঁকেও ফিরিয়ে দেন জাডেজা। এরপর মিচেল স্যান্টনার (১৪), জিতেন পটেল (০), ম্যাট হেনরি (০) ও ট্রেন্ট বোল্টকে (৪) আউট করে ভারতকে জেতান অশ্বিন। দিনের শেষ ওভারের পঞ্চম বলে জয় পায় ভারত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*