দেবীর বিদায় বেলায় বিষাদের সুর, মুখ ভার আকাশেরও

bijaya-dashmi-jpg4 bijaya-dashmi-jpg2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ।। পুজো শেষ। আজ দশমী। মণ্ডপে মণ্ডপে উমাকে বিদায় জানানোর পালা। মুখে পান পাতা বুলিয়ে, সিঁদুর ছুঁইয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানানোর পালা। আর তাই বিষাদের সুর আকাশে বাতাসে। তবে বিষাদের মাঝেও শান্ত্বনা একটাই “আসছে বছর আবার হবে!” সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার দশমী পুজো শুরু হয়ে গিয়েছে। মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দশমীঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় বাড়তে শুরু হয়। এদিকে মা চলে যাচ্ছেন তাই সকাল থেকেই মুখ ভার আকাশের। দশমীঘাটে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সহ রাজ্যের বাইরে দেশের অন্যান্য রাজ্যে এমনকী বিদেশেও তিথি মেনে দশমীর পুজো সারা হচ্ছে। তবে মনে বিষাদের সুর নিয়েই হাসিমুখে মাকে বিদায় জানানোর পালা। ফের অপেক্ষা। অপেক্ষার “আসছে বছরের”। বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*