গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর ।। ২৮শে আগষ্ট বিধায়ক সমীর দেবসরকারের প্রয়ানে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ঘোষনা হবে উপ-নির্বাচনের দিনক্ষন। কিন্তু নির্বাচন কমিশনের দিনক্ষন ঘোষনা হবার বহু পূর্বেই উপ-নির্বাচনের কার্য পরিচালনার জন্য এবং আরও উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতির লক্ষ্যে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বৃহস্পতিবার সন্ধ্যায় CPI(M) সুভাষ পার্ক অঞ্চল কমিটির অন্তর্গত ৯টি বুথ নিয়ে গঠিত হল সুভাষ পার্ক জোন কমিটি। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের কার্য পরিচালনার জন্য ৯ টি বুথ নিয়ে সুভাষপার্ক জোন অফিস উদ্বোধন হল বৃহস্পতিবার। শান্তি সম্প্রতি আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো সুন্দর আধুনিক খোয়াই গড়তে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হল বামফ্রেন্টর নির্বাচনী জোন আফিস উদ্বোধনী অনুষ্ঠান থেকে । খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রেখে CPI(M) সুভাষ পার্ক অঞ্চল কমিটির অন্তর্গত ৯টি বুথ নিয়ে গঠিত হল সুভাষ পার্ক জোন কমিটি। সেই জোন অফিসের সূচনার পাশাপাশি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখলেন CPI (M) খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, CPI (M) খোয়াই মহকুমা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, বিদ্যুৎ ভট্টাচার্য্য, কানন দত্ত, গৌতম পাল সহ অন্যান্যরা।