জাপানি এনসেফ্যালাইটিস – ওড়িশায় ৩৪ দিনে মৃত ৫০টিরও বেশি শিশু

mcস্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। মালকানগিরি এলাকায় ভয়াবহ আকার নিয়েছে জাপানি এনসেফ্যালাইটিস। গত ৩৪ দিনে এখানে এই রোগে প্রাণ হারিয়েছে ৫০টির বেশি শিশু। খবর ছড়িয়ে পড়তে অবশেষে গত সপ্তাহে আসরে নেমেছে প্রশাসন। মশা নিয়ন্ত্রণ শুরু হয়েছে, এলাকাজুড়ে চলছে মশারি বিতরণ। জাপানি এনসেফ্যালাইটিসের ভাইরাস বহন করে শূকর। তাদের খোঁয়াড়ে ভরা হয়েছে, গ্রামবাসীরাও রোগের ভয়ে ইতিমধ্যেই মেরে ফেলেছেন কয়েকশো শূকরকে। রোগীদের জন্য হাসপাতালগুলিতে আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা হয়েছে ভেন্টিলেটরের। মালকানগিরিতে এনসেফ্যালাইটিসের প্রকোপ নতুন কিছু নয়। কিন্তু এবার ভাল বর্ষার জেরে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, বর্ষার শেষ আর শীতের শুরুতে এই রোগ ছড়ায়, কারণ, এই সময়টা মশারা বংশবৃদ্ধি করে। এ বছর সেপ্টেম্বরের শেষেও বৃ্ষ্টি চলতে থাকায় ধানখেতগুলিতে জল দাঁড়িয়ে গেছে। ফলে ঝাঁকে ঝাঁকে বাড়ছে মশা। এই মুহূর্তে মালকানগিরি হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৬০টির মত শিশু।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*