শ্রীনগরে ফের জঙ্গি হামলা, সশস্ত্র সীমা বলের কনভয়ে গুলি, শহিদ ২ জওয়ান, আহত আরও ৮

ছবি – ANI
ছবি – ANI

জাতীয় ডেস্ক ।। ফের জঙ্গি নিশানায় জম্মু ও কাশ্মীর। ২৭ দিনে এই নিয়ে ষষ্ঠবার। শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-র কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দুই জওয়ান শহিদ হয়েছেন। আরও ৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শ্রীনগরের কাছে জাকুরায় অবস্থিত আধা-সামরিক বাহিনী সিআরপিএফ-এর শিবিরের কাছে বাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গান্দেরবাল হাইওয়েতে ডিউটিতে ছিলেন জওয়ানরা। সেখানে দিনভর টহলদারির পর শিবিরে ফিরছিলেন জওয়ানরা। সেই সময় হয় হামলা। গাড়ি ঘিরে ৫-৭ মিনিট গুলি চালায় জঙ্গিরা। শিবিরের কাছেই আচমকা হামলায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন জওয়ানরা। শেষ খবর, হামলায় শহিদ হয়েছেন দুই জওয়ান। এঁদের মধ্যে একজন এসএসবি-র, অন্যজন জম্মু ও কাশ্মীর সশস্ত্র বাহিনীর জওয়ান। আহত হয়েছেন আরও আট জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রথমে মনে করা হয়েছিল হামলাকারীরা সংখ্যায় ২ জন ছিল। পরে জানা যায় হামলাকারী দলে অন্তত ৩-৪ জন জঙ্গি ছিল। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আধঘণ্টা ধরে গুলি চলেছে। বাহিনী সূত্রের খবর, জওয়ানরা ঘুরে পাল্টা গুলি চালাতেই পিছু হটে জঙ্গিরা। খবর পেয়েই, ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল নিরাপত্তা বাহিনী। জোরকদমে চলছে অভিযান। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সেনা সূত্রে খবর, হামলা শুরু হয়েছে সন্ধ্যে সাতটা নাগাদ। সাড়ে সাতটার পর কোনও গুলির শব্দ শোনা না গেলেও, সেনার তল্লাশি অভিযান থামেনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*