
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ।। রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন আগামী ১৯ নভেম্বর, ২০১৬ অনুষ্ঠিত হবে। এই দুটি বিধানসভা আসন হল ৪-বরজলা (এস সি) ও ২৫-খোয়াই। নির্বাচন কমিশন সোমবার এই দুই বিধানসভা আসনের নির্ঘণ্ট করেছে। ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ২৬ অক্টোবর, ২০১৬ নির্বাচনের বিজ্ঞপ্তি জারী করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, ২০১৬। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ৩রা নভেম্বর, ২০১৬। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর, ২০১৬। ১৯ নভেম্বর ভোট গ্রহনের পর ভোট গণনা হবে ২২ নভেম্বর, ২০১৬। এবারের নির্বাচনেও ই ভি এম ব্যবহার করা হবে বলে জানা গেছে।