গোপাল সিং, খোয়াই, ১৭ অক্টোবর ।। সোমবারই নির্বাচন কমিশন ঘোষনা করেছে উপ নির্বাচনের দিনক্ষন। নির্বাচনের দিনক্ষন ঘোষনার হবার বহু আগে থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বামফ্রন্ট। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে সোমবার সন্ধ্যায় লাল ঝান্ডার মিছিল শহর পরিক্রমা করে। বামপন্থী প্রচার শুরু হয়ে যায় শারদোৎসব শেষ হতেই। একে একে নির্বাচনী জোন কমিটি গঠন করা হয়। জোন অফিসেরও সূচনা হয়। সোমবারও সেই ধারা অব্যহত রইল। শান্তি-সম্প্রীতি ও আরও উন্নয়নের স্বার্থে সিপিআই(এম) প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে এদিন সন্ধ্যায় লাল ঝান্ডার মিছিল খোয়াই শহর পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআই(এম) নেতা নির্মল বিশ্বাস, কানন দত্ত, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।