নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ।। মাঝখানে আর মাত্র একটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। শ্যামা মায়ের আরাধনায় রাজ্যের বিভিন্ন কালি মায়ের মন্দির সহ একান্ন পীঠের পুণ্য তীর্থ উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে চুড়ান্ত ব্যস্ততার দৃশ্য এমুহূর্তে। দীপাবলি উৎসবে নতুন সাজে আলোর বন্যায় আর লাখো ভক্তের সমাগমে পূর্ণতীর্থের রূপ নেবে মায়ের মন্দিরগুলো। প্রতিবছরের মতো এবারেও দীপাবলী উৎসবকে সামনে রেখে নতুন রঙের প্রলেপে মায়ের মন্দির গুলোকে সাজিয়ে তোলার পাশাপাশি মৃৎ শিল্পীদের চুড়ান্ত ব্যস্ততাও লক্ষ্য করা যাচ্ছে।