আগরতলা, ১৭ অক্টোবর ।। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য ব্যক্তিত্ব পদ্মভূষণ হেইসনাম কানহাইয়ালালের নাটক চিন্তা ছিল সর্ব ব্যাপী। তিনি একটা উদ্দেশ্য নিয়ে নাটক করেছেন, মনোরঞ্জনের জন্য নয়। তিনি তাঁর নাটকে শোষণ, অত্যাচারের চিত্র তুলে ধরেছেন। সোমবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে হেইসনাম কানহাইয়ালালের শ্রদ্ধাঞ্জলী ও স্মরণসভা অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা তাঁর ভাষনে একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা সমন্বয় কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচ কানাইয়ালালের নাট্য জীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম দাশ, বিশিষ্ট মণিপুরী সাহিত্যিক এল বীরমঙ্গল সিংহ, নাট্য নির্দেশক মধুসূধন দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মৃণাল কান্তি নাথ। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা এবং উপস্থিত সকলেই হেইসনাম কানহাইয়ালালের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।