নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ।। “আশ্বিনের ভাত কার্তিকে খায়, যাহা মাগে তাহাই পায়”। এটি বোধ হয় খনার বচন, গ্রাম বাংলায় বহুল প্রচলিত ছড়া। আশ্বিন মাসের শেষ দিন, মানে আশ্বিনের সংক্রান্তিতে রান্না করা খাবার পরদিন কার্তিকের সকালে খেলে গৃহস্থের কল্যান হয়, কায়োমনোবাক্যে যাহা প্রার্থণা করা যায়, তাহাই নাকি পাওয়া যায়। আশ্বিন মাসের সংক্রান্তিকে হিন্দুরা বলে ‘গাড়ই সংক্রান্তি”। এই দিনে সবাই নিরামিষ ভোজন করে, সন্ধ্যা বেলায় কলার খোল কেটে, সেই খোলের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাড়ীর চারপাশে কোণায় কোণায় বসিয়ে দেয়া হয়, অনেকে জলও দেয়। এই প্রদীপ জ্বালানো হয়, সকল মৃত পূর্বপুরুষের আত্মাকে পথ দেখানোর জন্য। বলা হয়, আশ্বিন সংক্রান্তির সন্ধ্যায় মৃত পূর্বপুরুষের আত্মারা স্বর্গ থেকে নেমে আসে, দেখতে আসে রেখে যাওয়া আত্মীয়-স্বজন, পৃথিবীর মানুষ কে কেমন আছে। পূর্বপুরুষের আত্মাকে অন্ধকারে পথ দেখানোর জন্যই বাড়ীর প্রতি কোণে আলো জ্বালানো হয়।