পাকিস্তানের ‘কোনও প্রতিভাবান শিল্পীকে’ নিয়ে কাজ করবেন না কর্ণ জোহর

krnতারায় তারায় ডেস্ক ।। ভবিষ্যতে পাকিস্তানের ‘কোনও প্রতিভাবান শিল্পীকে’ নিয়ে আর কাজ করবেন না বলে জানিয়ে দিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে বিপাকে পড়া কর্ণ জোহর। তাঁর ছবিটি ২৮ অক্টোবর রিলিজ হওয়ার কথা। কিন্তু যেহেতু ছবিটিতে পাক অভিনেতা ফওয়াদ খান আছেন, তাই উরির জঙ্গি হামলার জেরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেবে না বলে হুমকি দিয়ে রেখেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও আরও কিছু রাজনৈতিক দল। মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক, গোয়া—চার রাজ্যে কর্ণের ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা ওনার্স এক্সিবিশন অ্যাসোসিয়েশনও। এমন বিরোধিতার মুখে কর্ণ এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, তাঁর কাছে দেশই আগে। তিনি দেশবাসীর আবেগ, অনুভূতি উপলব্ধি করতে পারছেন, তবে ছবিটির রিলিজ আটকে গেলে সেটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা ক্ষতিগ্রস্ত হবেন। ছবির মুক্তি আটকে না দেওয়ার আকুল আবেদন জানিয়ে কর্ণ বলেছেন, দেশবাসীর অনুভব আমি বুঝি, কেননা আমার উপলব্ধিও তাই। বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে অবশ্যই পড়শী দেশের কোনও প্রতিভাকে নেব না। কিন্তু একই তাগিদ থেকে আপনাদের এটাও বলতে চাই, আমার টিমে ৩০০-র বেশি ভারতীয় কর্মী তাঁদের ঘাম-রক্ত ঝরিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ কাজ করেছেন, আমার মনে হয় না, দেশবাসীদের কারও কারও জন্য তাঁদের কোনও ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়াটা ঠিক হবে। কর্ণের ছবিটিতে রণবীর কপূর, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চনও আছেন। কর্ণ এও জানিয়েছেন, তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এতে তিনি ‘প্রচণ্ড আঘাত, কষ্ট’ পেয়েছেন। সেজন্যই তিনি নীরব থেকেছেন। কিন্তু খুব কম লোকই এটা বিশ্বাস করেন যে, তিনি দেশবিরোধী। কর্ণ বলেছেন, এটা আমার বলা প্রয়োজন এবং দৃঢ়তার সঙ্গে আমি বলব যে, দেশ আমার কাছে সবার আগে। দেশ ছাড়া আর কিছুই আমার কাছে দামী নয়। আমি সবসময় এটাই ভেবেছি যে, ভালবাসার বার্তা ছড়িয়েই সবচেয়ে ভালভাবে দেশপ্রেমের প্রমাণ দেওয়া যায়। বরাবর আমার ছবির মাধ্যমে সেটা করার চেষ্টাই করেছি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*