খোয়াই লাঠাবাড়ী রাবার বাগান থেকে ৪৯ বছর বয়সী এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

lasগোপাল সিং, খোয়াই, ১৮ অক্টোবর ।। এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার খোয়াই থানাধীন লাঠাবাড়ী রাবার বাগান থেকে। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল কুশ তেলেঙ্গা নামে ৪৯ বছর বয়সী ব্যাক্তিটি। মঙ্গলবার সকালে মৃত কুশ তেলেঙ্গার ভাই লব তেলেঙ্গা এই মৃতদেহ উদ্ধারের বিষয়টি মৃতের পরিবারকে জানায়। লাঠাবাড়ী রাবার বাগানে ছনের ছাউনির কাছে ভাই কুশ তেলেঙ্গার দেহ পড়ে রয়েছে বলে জানায় লব তেলেঙ্গা। খবর পৌছে খোয়াই থানায়। যেহেতু লব তেলেঙ্গা বিত্তশালী তাই উনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করেন খোয়াই থানার দারোগা বাবু। অনেক টালবাহানার পর মঙ্গলবার বিকেল ৫টায় মৃতদেহ আনা হয় খোয়াই জেলা হাসপাতালের মর্গে। পরে এলাকাবাসীর চেষ্টায় ঘটনার রহস্য কিছুটা উদঘাটন হয়। এলাকাবাসীর থেকে জানা যায়, ঘটনার দিন বিমল তেলেঙ্গা রাবার বাগানে গিয়ে উনার বোন নিভারানী তেলেঙ্গার সাথে কুশ তেলেঙ্গাকে তিনি দেখতে পান। এরপরই ক্ষিপ্ত হয়ে এদের মারধর শুরু করে বিমল তেলেঙ্গা। প্রচন্ড মারে নিভারানী তেলেঙ্গা আহত হন। বর্তমানে তিনি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে বিমল তেলেঙ্গা পলাতক। উক্ত ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কুশ তেলেঙ্গার মৃত্যু রহস্য এখন শুধুমাত্র পোষ্টমর্টেম রিপোর্ট আসলেই প্রকাশ্যে আসতে পারে। কিন্তু এই মৃত্যু নিয়ে খোয়াই থানার এহেন ভূমিকায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*