ওয়েব ডেস্ক, ২৩ অক্টোবর ।। আর কিছু দিনের মধ্যেই পশ্চিম আফ্রিকায় ইবোলা আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়াবে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ‘হু’ জানিয়েছে দ্রুত এই রোগ নিরাময়ের পন্থার অন্বেষণ চলছে এখনও।
রাষ্ট্র পুঞ্জের জন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গুইনিয়া, লাইবেরিয়া, সিয়েরা লিওনে এই তিন দেশেই ৯,৯৩৬ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এই তিন দেশকে ইবোলার মূলকেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এই মহামারীতে এখনও পর্যন্ত ৪,৮৭৭ জন প্রাণ হারিয়েছেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ছোঁয়াচে রোগে আক্রান্তের সংখ্যা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ১০,০০০ ছাড়িয়ে যাবে। এখনও পর্যন্ত এই অসুখের কোনও ভ্যাকসিন বা লাইসেন্সকৃত চিকিৎসার সন্ধান পাওয়া যায়নি।
ইতিমধ্যে কানাডা থেকে ইবোলা প্রতিরোধী পরীক্ষামূলক ভ্যাকসিন rVSV জেনেভা বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জেনেভা, গ্যাবোন ও কেনিয়াতে ইবোলা পরীক্ষামূলক ইবোলা ভ্যাকসিনের ট্রায়ালে সহযোগিতা করছে ‘হু’।
সৌজন্যে জি নিউজ।