নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ।। কলকাতাস্থিত আমেরিকা দূতাবাসের কনসাল জেনারেল ক্রেইগ হল মঙ্গলবার এন আই টি আগরতলায় ছাত্র-ছাত্রীদের সামনে আমেরিকা-ভারত সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন। কৃষি, স্বাস্থ্য, মহাকাশ গবেষণা, উচ্চ শিক্ষা, প্রতিরক্ষা, প্রভৃতি ক্ষেত্রে ভারত-আমেরিকার যৌথ উদ্যোগের কথা তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পরকের আরও উন্নতি হবে। অনুষ্ঠানের শুরুতে ইউ এস কনসাল জেনারেল ক্রেইগ হল এবং তাঁর পত্নী মীরিয়াং হলকে এন আই টি আগরতলার অধিকর্তা জি মুরগান স্বাগত জানান এবং তাঁদের হাতে স্মারক উপহার তুলে দেন। বিশ্বশ্বরাইয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে মীরিয়াং হল একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।