নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ।। ৪-বরজলা (তপশীলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য CPI(M) প্রার্থী ঝুমু সরকার বুধবার সদর মহকুমার রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজপথে বিশাল মিছিল করে ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী ঝুমু সরকার
এবং দলীর কর্মী সমর্থকরা সদর মহকুমা শাসকের কার্যালয়ে সামনে উপস্থিত হন।
পূর্ব ঘোষিত অনুযায়ী ২৬ অক্টোবর, ২০১৬ বুধবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারী করা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, ২০১৬। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ৩রা নভেম্বর, ২০১৬। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর, ২০১৬। আগামী ১৯ নভেম্বর ভোট গ্রহনের পর ভোট গণনা হবে ২২ নভেম্বর, ২০১৬।