নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ।। একটি TSR এর গাড়ী এবং আটোর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র ধুমধুমার কান্ড ঘটে যায় নাগেরজলাস্থিত জওহর ব্রিজের উপর। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা নাগাদ TR 01 B 0988 নম্বরের একটি TSR এর গাড়ী নাগেরজলাস্থিত জওহর ব্রিজের উপর একটি আটো চালককে ধাক্কা দিলে অল্পবিস্তার আহত হয় আটো চালক সুবীর চক্রবর্তী। অভিযোগ, আটো চালক সুবীর চক্রবর্তী প্রতিবাদ করতে যেতেই TSR এর গাড়ী থেকে একদল TSR নেমে এসে সুবীরের মাথায় রাইফেল দিয়ে আঘাত করে এবং গায়ে হাত তুলে। জানা যায়, সুবীরকে মারধর করে TSR জওয়ানরা গাড়ীতে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই পথ চলতি জনতা রুখে দাঁড়ায়। শুরু হয় উত্তেজিত জনতা ও TSR জওয়ানদের মধ্যে একপ্রকার খন্ড যুদ্ধ। পরে পুলিশ এসে ঘটনা সামাল দেয়।