নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ।। উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক সীমায় অবস্থিত দুর্গম পাহাড়ী রাজ্যের মানুষ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারিনে চরম সংকটের সঙ্গে লড়াই করেছেন, স্বপ্ন দেখতেন কবে পথের যন্ত্রনার অবসান হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় ব্রডগেজ রেলের সম্প্রসারণ গোটা ত্রিপুরাবাসীর জন্য স্মরনীয় তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। বৃহস্পতিবার রাজ্যবাসীর জন্য একটি বিশেষ ট্রেনের ঘোষনা করল এন এফ রেলওয়ে। তিনটি রুটে চলবে এই বিশেষ ট্রেন। এন এফ রেলওয়ে জানায়, গৌহাটি-আগরতলা, ডিব্রুগর-আগরতলা এবং গৌহাটি- শিলচর রুটে সপ্তাহে ৩দিন চলবে এই ট্রেনটি। এন এফ রেলওয়ে তরফে রাজ্যবাসীর জন্য দীপাবলির উপহার বলাই বাহুল্য।