ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন করবেন প্রধানমন্ত্রী

mdজাতীয় ডেস্ক ।। এবার ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের প্রত্যন্ত এলাকায় এক সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে আলোর উত্সব কাটাবেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালির দিন কাটিয়েছিলেন মোদী। পরের বছর অর্থাত ২০১৫ সালে ছিলেন পঞ্জাব বর্ডারে। এবছর থাকবেন চিন সীমান্তে পুলিশ বাহিনীর সঙ্গে। আধিকারিক সূত্রে খবর, রবিবার উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্তের শেষ গ্রাম মানা(১০ হাজার ফুট উচ্চতায়)-এ বর্ডার ফোর্সের সঙ্গে থাকবেন তিনি। সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। জানা গিয়েছে, হিন্দুদের পবিত্র ধর্মস্থান বদ্রীনাথেও যেতে পারেন মোদী। প্রসঙ্গত, এর আগে দিওয়ালিতে সেনা জওয়ানদের শুভেচ্ছাবার্তা পাঠানোর আর্জি জানিয়েছিলেন মোদী। সোশ্যাল মিডিয়ায় #Sandesh2Soldiers-এই ট্যাগ লাইনে চলে প্রচারও।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*