গোপাল সিং, খোয়াই, ২৮ অক্টোবর ।। খোয়াই শহরাঞ্চল এখন রাতের আঁধারে নিরাপদ নয়। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য তো খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে। ঘুম নেই গৃহকর্তাদেরও। দিন-দুপুরেই শহরাঞ্চলে বাড়ী-ঘরে চুরি হচ্ছে অহরহ। কিন্তু একটি ঘটনারও কুল-কিনারা করতে সক্ষম হয়নি খোয়াই থানা বাবুরা। বৃহস্পতিবার গভীর রাতেও খোয়াইতে ঘটে গেল দু:সাহসিক চুরিকান্ড। খোয়াই থানাধীন অরবিন্দ পার্ক স্থিত সরকারী ইংরেজী মাধ্যমক বিদ্যালয়ের সামনে এক স্বর্ণ ব্যবসায়ী দোকান তছনছ করল চোরের দল। হাতিয়ে নিল আনুমানিক ২৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার। যদিও সঠিক হিসাব তৎক্ষনাত বলতে পারেননি স্বর্ণ ব্যবসায়ী গৌতম তরপদার। তিনি শুক্রবার সাত-সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের ৪টি তালা ভাঙা। দরজা খুলে দেখেন ভেতরে সব তছনছ করে রেখেছে চোরের দল। যদিও তিনি গতকালই অধিকাংশ স্বর্ণালঙ্কার বাড়ী নিয়ে গিয়েছিলেন। তাই এযাত্রাই বড়সর ক্ষতির থেকে রেহাই পেয়ে যান। কিন্তু এই সৌভাগ্য কতদিন পাশে থাকবে ব্যবসায়ীদের ? কতদিনই বা গৃহকর্তাকে বাড়ী-ঘর পাহাড়া দিতে হবে সকাল থেকে রাত অবধি ? আপাতত এসব প্রশ্ন খোয়াইবাসীর মনে ভয়ের উদ্রেক করছে। অন্যদিকে খোয়াই থানার পুলিশ খোয়াইবাসীকে এতটুকু স্বান্তনা দিতেও ব্যর্থ। গত তিন-চার মাসে বহু চুরির ঘটনা ঘটে থাকলেও একটিরও কিনারা করতে পারেনি খোয়াই থানার পুলিশ। জনমনে এনিয়ে ক্ষোভ ধূমায়িত হচ্ছে।