খোয়াই আসনে মনোনয়ন দাখিল করলেন বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী

cpim-jpg1 cpimগোপাল সিং, খোয়াই, ২৮ অক্টোবর ।। আবারও ফিলে এল ২৮শে। দু’মাস পূর্বে এমনই এক দিনে নক্ষত্র পতন হয়েছিল। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর দেবসরকার ২৮শে আগষ্ট এর ভোরে প্রয়াত হয়েছিলেন। এই শূণ্য আসন পূর্ণ করতেই খোয়াই কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী ১৯শে নভেম্বর। প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে এবং শান্তি-সম্প্রীতি-উন্নয়নের বার্তাকে আগামী দিনে পথ চলার অঙ্গীকার করা বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত শুক্রবার মনোনয়ন দাখিল করলেন রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’র নিকট।
শুক্রবার সিপিআই(এম) খোয়াই জেলা কার্য্যালয়ের সামনে সকাল থেকেই বাম কর্মী-সমর্থকদের ভীড় জমতে শুরু করেছিল। উচ্ছাস ও উদ্দীপনার মধ্যেই শুক্রবার দুপুরে হাজারো হাজারো কর্মী-সমর্থকেদের সাথে নিয়ে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত মনোনয়ন দাখিল করেন। এদিন দুপুরে লাল জনস্রোতে ভেসে উঠেছিল খোয়াইয়ের রাজপথ। জনসমুদ্রের রূপ নেওয়া মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্যদ্বয় পদ্মকুমার দেববর্মা ও রঞ্জিত দেববর্মা সহ সিপিআই(এম) নেতা সুখেন্দু বিকাশ দে, কানন দত্ত, নির্মল বিশ্বাস, বিদ্যুৎ ভট্টাচার্য্য, গুরুপদ দেববর্মা, পলাশ ভৌমিক সহ খোয়াইয়ের অন্যান্য বাম নেতৃত্বরা।
খোয়াইয়ের জন্য আরেকটা নতুন ভোর এখনও অপেক্ষমান। এরমধ্যেই প্রচুর মানুষ দৃপ্ত মিছিল সহযোগে মনোনয়ন দাখিল করাতে নিয়ে এলেন তাদের প্রিয় সিপিআই(এম) প্রার্থীকে। যেভাবে মানুষ বাম প্রার্থীকে নিয়ে ঝাঁপালেন তাতে নিশ্চিতভাবেই সিঁন্দুরে মেঘ দেখতে শুরু করেছে বাম বিরোধী দলগুলি। মনোনয়ন দাখিল পর্বেও মানুষের সেই সাড়ার প্রতিফলন পড়ল মিছিলের মধ্যে দিয়ে। মিছিলে হাঁটলেন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ সহ নবীন-প্রবীন বাম কর্মী-সমর্থকরাও।
সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন দাখিলের দিনে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে বাড়ী বাড়ী প্রচারে সামিল হল কংগ্রেস। শুক্রবার দিনভর ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রণব বিশ্বাসকে নিয়ে প্রচারে ঝড় তুলল দলীয় কমী-সমর্থকরা। এছাড়া গতকালই মনোনয়ন দাখিল করেছেন বিজেপি প্রার্থী তপন পাল। অপরদিকে তৃণমুল কংগ্রেসকে শহরাঞ্চলে দেখা না গেলেও গ্রাম-গঞ্জ ঠিকই তারা চষে বেড়াচ্ছে। সব মিলিয়ে জমে উঠেছে খোয়াইয়ের নির্বাচনী ময়দান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*