মনোনয়ন দাখিল করলেন ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী

tmc-bjpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। আগামী ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। ২রা নভেম্বর, ২০১৬ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই চলছে মনোনয়নপত্র জমা দেয়ার কাজ। সোমবার ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চন্দ্র দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যাালী করে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। একই দিনে ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাসও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের হাতে তাঁর মনোনয়নপত্র জমা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*