আগরতলা, ২৩ অক্টোবর ।। আজ কালীপুজো।একইসঙ্গে দীপাবলিও। শক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। শহরের উত্তর থেকে দক্ষিণ সেজেছে আলোর মালায় । দীপাবলি আলোর উত্সব। আতসবাজি থেকে আলোর মালা, মোমবাতি,চিরায়ত মাটির প্রদীপে উজ্জবল সারা রাজ্য তথা দেশ। অশিভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের উদ্যাপনে ব্যস্ত উত্সব মুখর মানুষ।