নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। রহস্যজনকভাবে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রাণীরবাজারস্থিত নলগড়িয়া রেল ব্রীজ সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। জানা যায়, রবিবার সকালে নিজ বাড়ি থেকে স্বপ্না চক্রবর্তী নামে এক গৃহবধূ গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাণীরবাজার থানার পুলিশ। পুলিশ গৃহবধূ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর রবিবার বিকেলে পরিবারের হাতে তুলে দেয়। পুলিশ প্রাথমিক ভাবে একটি মামলা নিয়েছে। কিন্তু এই মৃত্যুকান্ডটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে গুঞ্জন। মৃতার স্বামী অজিত চক্রবর্তী এবং মৃতার পুত্র অমিত চক্রবর্তী জানান, কীভাবে স্বপ্না দেবীর মৃত্যু হল তা তারা জানেন না। মৃতার পরিবারের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে মৃতা মানসিক অবসাদে ভুগছিলেন।