দিনে-দুপুরে পুলিশকে চ্যালেঞ্জ করেই একের পর এক চুরিকান্ড সংগঠিত হচ্ছে খোয়াইয়ে

chগোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর ।। খোয়াই শহরাঞ্চল যে এখন রাতের আঁধারেই শুধু নয়, প্রকাশ্য দিবালোকেও নিরাপদ নয় তা একের পর এক চুরির ঘটনায় প্রমানিত হচ্ছে। গত বৃহস্পিতবারের পর সোমবার। খোয়াই থানাধীন লালছড়া ঘোষপাড়া এলাকায় ফের চুরির ঘটনা ঘটল। পুলিশকে চ্যালেঞ্জ করেই একের পর এক চুরিকান্ড সংগঠিত করলেও চোরদের টিক্কির নাগালও পাচ্ছেনা খোয়াই থানা বাবুরা। সোমবার দিনে-দুপুরে লালছড়া স্থিত সুনিল ঘোষ নামে এক ব্যাক্তির বাড়ীতে চুরি হয়। এদিন দুপুর আনুমানিক ২টা নাগাদ চুরির ঘটনা ঘটেছে বলে জানালেন গৃহকর্তা। তিনি জানান ঘরের সব স্বর্ণালঙ্কার সহ নগদ কুড়ি হাজার টাকা চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় খোয়াই থানার পুলিশ।
দিন-দুপুরেই শহরাঞ্চলে এভাবেই বাড়ী-ঘরে অতর্কিতে প্রবেশ করছে চোরের দল। দিনে-রাতে একর পর চুরি হচ্ছে। কিন্তু একটি ঘটনারও কুল-কিনারা করতে সক্ষম হয়নি খোয়াই থানা বাবুরা। এখন কি তবে সব কিছু ছেড়ে দিয়ে সকাল থেকে রাত অবধি গৃহকর্তাকে বাড়ী-ঘর পাহাড়া দিতে হবে ? আপাতত এসব প্রশ্ন খোয়াইবাসীর মনে ভয়ের উদ্রেক করছে। গত তিন-চার মাসে বহু চুরির ঘটনা ঘটে থাকলেও একটিরও কিনারা করতে পারেনি খোয়াই থানার পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*