গোপাল সিং, খোয়াই, ০২ নভেম্বর ।। খোয়াইয়ের রাজপথ ভাসল লাল জোয়ারে। মঙ্গলবারের যুব র্যা লী থেকে ধ্বণিত হল বাম প্রার্থীকে জয়ী করার আহ্বান। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্তের সমর্থনে DYFI রাজ্য কমিটির ডাকে বিশাল যুব র্যা লী সংগঠিত হয় মঙ্গলবার। অগনিত যুবক-যুবতীরা মিছিলে পা মেলায়। মিছিলের নেতৃত্ব দেন DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। খোয়াইয়ের প্রতিটি অঞ্চল থেকে মিছিল এসে জড়ো হয় সিপিআই(এম) জেলা কার্য্যালয়ের সামনে। সেখান থেকে বিশাল যুব র্যা লীটি শহর পরিক্রমা করে। এক একটি মিছিলের নেতৃত্ব দেন এক একজন বাম নেতৃত্বরা। মিছিলগুলির নেতৃত্বে ছিলেন সিপিআই(এম) নেতা বিদ্যুৎ ভট্টাচার্য্য, নির্মল বিশ্বাস, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। মিছিলের সমাপ্তি হয় সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে। সেখানেই যুব জমায়েত সংগঠিত হয়। উক্ত জমায়েতের লক্ষ্য বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্তকে বিপুল ভোটে জয়ী করার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। উক্ত সভায় ভাষন রাখেন প্রার্থী বিশ্বজিৎ দত্ত, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। যুব র্যা লীতে যুবক-যুবতীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।