বিজেপি’র নির্বাচনী প্রচারে রাজ্য সফরে আসছেন একঝাক তারকা সহ কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ

bjpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ।। ১৯শে নভেম্বর খোয়াই ও বরজলা উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করা হয়ে গেছে। খোয়াই ও বরজলা  বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি’র নির্বাচনী প্রচারে রাজ্য সফরে আসছেন একঝাক তারকা সহ কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ। আগামী ৬ ও ৭ নভেম্বর ত্রিপুরা রাজ্যে কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুদর্শণ নাথ ভগৎ এবং ১৫ই নভেম্বর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মাহিন্দ্রা নাথ পান্ডে ত্রিপুরা সফরে আসছেন। উপনির্বাচন উপলক্ষ্যে আগামী ৮ই নভেম্বরের মধ্যে আসাম প্রদেশের অর্থমন্ত্রী তথা নর্থ-ইষ্ট ডেমোক্রেটিক অয়ালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সফরে আসছেন। রাজ্যে এসে তিনি দু’দিন নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এদিকে আগামী ১০ই নভেম্বরের পরে তারকা তথা বিজেপি’র সাংসদ রূপা গাঙ্গুলী এবং সঙ্গীত শিল্পী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যে এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানান বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির রাজ্য মূখপাত্র মৃণাল কান্তি দেব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*