
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ।। ১৩শে জুলাই, ২০১৬ (রবিবার) ত্রিপুরার ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। বাধারঘাট রেল স্টেশন থেকে ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’ সেদিন দিল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’-এ প্যান্ট্রিকার না থাকায় যাত্রী সাধারণদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বর্তমানে দিল্লীতে অবস্থান করায় বুধবার রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই এর সাথে মিলিত হন। শ্রী দেব যাত্রী সাধারণদের সুবিধার জন্য রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে ত্রিপুরা সুন্দরী একপ্রেসে প্যান্ট্রিকারের জন্য আর্জি জানান। রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই আশ্বাস দিয়েছেন অবিলম্বে এই সমস্যার সমাধান করা হবে। বর্তমানে যেহেতু প্যান্ট্রিকার নির্মাণে কিছুটা সময় লাগবে তাই অন্য রেলওয়ে জোন থেকে প্যান্ট্রিকার আনিয়ে খুব শীঘ্রই ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’-এর সাথে জুড়ে দেওয়া হবে বলে রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির রাজ্য মূখপাত্র মৃণাল কান্তি দেব এই সংবাদ জানান ।