নিজস্বপ্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। শনিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানের পাশে ৫ ঘন্টার গন অবস্থানে বসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস উপজাতি বিভাগ। গন অবস্থানের মূল দাবী ছিল ত্রিপুরার উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। এই দাবী ছারাও বেশ কিছু দাবী নিয়ে শনিবার ৫ ঘন্টার গন অবস্থানে বদে তারা।