দূরবর্তী অঞ্চলের সার্বিক বিকাশে মূখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা মনু ও ছামনু ব্লকে

hjv
ছবি – তথ্য দপ্তর।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলির সার্বিক উন্নয়নে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীন যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করার উপর করা এবং গ্রামীন জনপদগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করে মানুষের আর্থ সামাজিক বিকাশকে ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য। শুক্রবার লংতরাইভ্যালী মহকুমার মনু ও ছামনু ব্লকের উন্নয়ন কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা সভায় মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। মনু ব্লক কার্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক নিরাজয় ত্রিপুরা, মনু বি এ সি-র চেয়ারম্যান মতিলাল শুক্ল বৈদ্য, এম ডি সি চাম্পারায় আসলং, এম ডি সি বদরবুম হালাম, প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার, ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং, পুলিশ সুপার জলসিং মিনা, অতিরিক্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা, লংতরাইভ্যালী মহকুমার মহকুমা শাসক সুভাষ চন্দ্র সাহা, দুই ব্লকের বি ডি ও দ্বয় এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*