জাতীয় ডেস্ক ।। ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেলের। পেট্রোলের দাম বাড়ল লিটারে ৮৯ পয়সা এবং ডিজেলের ৮৬ পয়সা। এই নিয়ে এ মাসে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম। শনিবার রাত ১২ টার পর থেকে কার্যকর হবে নতুন দাম। বর্ধিত দাম অনুযায়ী, ভ্যাট সমেত দিল্লিতে পেট্রোলের দাম হবে ৬৭.৬২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৫৬.৪১ টাকা প্রতি লিটার।