আগরতলা, ০৫ নভেম্বর ।। ত্রিপুরা ও,বি,সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে ৪ঠা নভেম্বর, ২০১৬ (শুক্রবার) এক সাংবাদিক সন্মেলনে OBC সম্প্রদায়ের জনগন কোন খাতে কত পরিমান ঋণ পেতে পারেন সেই বিষয়বস্তু নিগমের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। OBC সমবায় উন্নয়ন নিগমের এই সাংবাদিক সন্মেলনের বিষয়বস্তুর উপর ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ হয়েছে। ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির মতে যখন রাজ্যে দুটি বিধানসভা আসনে উপ-নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লাগু আছে, তখন OBC সমবায় উন্নয়ন নিগমের এই ঘোষণা সম্পূর্ণরূপে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
শনিবার ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ সংবাদমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির রাজ্য মূখপাত্র মৃণাল কান্তি দেব জানান, যেহেতু সারা বছর আমজনতাকে বিশেষ করে যুব সম্প্রদায়কে চাকুরীর ললিপপ দেখিয়ে মিছিলে হাঁটবার সোনালী দিন এখন ফুরিয়ে এসেছে এবং বিজেপি’র দৈনন্দিন প্রচারে বহু শাসক দলীয় কর্মী সমর্থকগণ উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছেন, স্বভাবতই উপ-নির্বাচনে সাংগঠনিক বলে বলীয়ন বিজেপি’র সুসংগঠিত প্রচারে শাষকদল আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। তিনি জানান, এবারের নির্বাচনে আসন্ন বিপদ লক্ষ্য করে বামফ্রন্ট সরকার নির্বাচনের সময় OBC সম্প্রদায়ের জনগনকে নিয়ে ‘ভোট ব্যাঙ্ক – ভোট ব্যাঙ্ক’ খেলায় মেতেছে।
ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টি এ হেন ঘটনার তীব্র নিন্দা জানায় এবং নির্বাচন কমিশনের কাছে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।