দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ অক্টোবর।। স্বার্থমগ্ন এই পৃথিবীতে আজ সবকিছুর হিসেবেই কষা হয় লাভ লোকসানের অঙ্ক। আত্মীয়তা, রক্তের সম্পর্ক, মানুষে মানুষে নৈকট্য – সর্বত্রই দেনা পাওনার থাবায় পাল্টে যাচ্ছে মিলনের বাস্তবতা। দূরত্ব যখন বেড়েই চলেছে তাঁর মধ্যেই এখনো এমন কিছু দৃশ্য দেখা যায় যাতে আসাম্বিত হওয়ার পাশাপাশি প্রত্যাশা জাগে রক্তের সম্পর্ক বিলীন হয়নি পৃথিবীতে। চিরন্তন ঐতিহ্যের ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করার মন্ত্রোচারনে ধূপ, দীপ, চন্দনে ঘরে ঘরে কপালে তিলক দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোন মন্ত্রোচারনে নিমগ্ন – এই ছবি লোকাচার, দেশাচারের গন্ডিতে হিসেবের বিষয় নিয়ে – এর মধ্যেই লুকিয়ে আছে ভাই বোনের চিরশ্বাশ্বত অটুট বন্ধনের অমোঘ শক্তি। প্রতিপদ আর দ্বিতীয়াতে ঘরে ঘরে ভাই ফোঁটার আয়োজন হচ্ছে পাল্টে যাওয়া ভুবনের অনির্বানিত অনির্বান প্রদীপ শিখা- চিরন্তন বন্ধনের ভাই ফোঁটা।