আমরা বাঙালির পথ সভা ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে

abগোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর ।। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ত্যাজী আনছে। উঠোন সভা, ঘরোয়া সভা, পথসভা, বাজার সভা থেকে শুরু করে ছোট-বড় সভা কোন কিছুরই ঘাটতি থাকছেনা। প্রচার সজ্জায় সেজে উঠেছে খোয়াই। এবারকার নির্বাচনে লড়াই হচ্ছে পঞ্চমুখী। সিপিআই(এম), কংগ্রেস, তৃণমুল কংগ্রেস বা বিজেপি’র সাথে সাথে পাল্লা দিয়ে আমরা বাঙালি দলও প্রচারে ত্যাজী এনেছে। সোমবার সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে এক পথ সভায় আমরা বাঙালি দলের বিভিন্ন বক্তারা ভাষনদান করেন। দলের পক্ষে আইনজীবি গৌতম ঘোষ ভাষন রাখতে গিয়ে বলেন, বিগত ৩০ বৎসরে জনগনের কোন উন্নয়ন হয়নি। প্রশাসনিক দালান, পার্ক হয়েছে। কিছু ঠিকেদার এবং নেতা হাজার পতি থেকে কোটিপতি হয়েছেন। আজও জনগনকে শৌচালয়ে গেলে ৫ টাকা দিতে হয়। বাজারে এসে একটি পেঁপে এবং ৪ হালি কলা বেঁচতে গেলে পুর পরিষদকে টাকা দিতে হয়। অফিসে, হাসপাতালে গেলে গেলে খালি টাকা আর টাকা । এটাকে কি উন্নয়ন বলা যায়? অপর দিকে বক্তা কেশব মজুমদার বলেন, রাজ্য যেমন বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমুল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট দেওয়া শেষ হলে আর কেউ জিজ্ঞাসা করেন না ৫ বছর। বাঁচার জন্য আপনাকেই সংগ্রম করতে হয়। আর নেতারা দুরে থেকে মুচকী মুচকি হাসে। কারন কোন নীতি আদর্শ নেই। শুধু কামিয়েনিষ্ট। অপরদিকে প্রার্থী গৌতম দেব বলেন, একটিবার আমরা বাঙালী প্রার্থীকে ভোট দিয়ে একটি শুভ বার্তা যেন দেন খোয়াইবাসী। আমরা বাঙালি দলের ভাষন শুনতে সামনে কেউ না আসলেও দূরে দাঁড়িয়ে ভাষন মনযোগ দিয়ে শুনলেন অনেকেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*