ভারি বর্ষনে নদীগুলির জলস্তর বেড়ে কৃষিজমির মারাত্মক ক্ষতি

rainগোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর ।। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে আসলেও এর প্রভাবে গোটা রাজ্যে নদীগুলির জলস্তর বেড়ে কৃষিজমির ক্ষতিসাধন করেছে। বিশেষ করে শীতের মরশুমকে সামনে রেখে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে গড়া সবজি খেতগুলি এখন জলের নীচে। এর প্রভাব বাজার-হাঁটেও পড়তে যাচ্ছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের ভারি বর্ষনে খোয়াইতেও নদী-নালা জলে টইটুম্বুর। নদী লাগুয়া গ্রামগুলিতে কৃষকরা ক্ষতির সম্মুখিন। ছড়া, নদীর জল উপচে কৃষকদের জমিতে প্রবেশ করেছে। ধান চাষের মারাত্মক ক্ষতি হয়েছে বলে খবর। দমকা হাওয়া আর অনবরত বর্ষনের ফলে খোয়াইয়ের বিভিন্ন স্থানে ধান ক্ষেতের পাশাপাশি কৃষিজ অন্যান্য ফসলগুলি মারাত্মক ক্ষতির সম্মুখিন। আসছে শীত হরেক রকমের সুস্বাদু সবজি বাজারজাত করতে কৃষকরা যে পরিশ্রম করে ফসল ফলিয়েছেন তা এখন ক্ষতিগ্রস্থ হবার পথে। এই মুহুর্তে সরকারী সাহায্য অত্যাবশ্যক হয়ে উঠেছে কৃষকদের জন্য। প্রশাসনের কর্মকর্তারা ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে। বর্ষার গোটা একটা মরশুম শেষে এই অনাকাঙ্খিক বর্ষনের প্রভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের এখন মাথায় হাত। যদিও সোমবার দিনভর তেমন বৃষ্টিপাত হয়নি। তবে আকাশের মুখ এখনও ভার। আশা করা হচ্ছে মঙ্গলবার থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হতে পারে। তবে এই জলাকীর্ণ অবস্থার মধ্যেও ভিন্ন চিত্র ফুটে উঠছে বিভিন্ন স্থানে। একদিকে ধানি জমিতে জল ঢুকে পড়েছে তো অন্যদিকে উৎসাহী যুব থেকে বৃদ্ধ নেমে পড়েছেন মাছ ধরতে। জাগায় জাগায় এমন চিত্র অহরহ ফুটে উঠছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*