গোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর ।। “বিরোধীদের রাজনৈতিক হার হয়ে গেছে, এবার ভোট মেশিনে জবাব দিন”-বক্তা সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। সোমবার খোয়াই পশ্চিম সোনাতলার নির্বাচনী সমাবেশে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন তিনি। বললেন, রাজনৈতিকভাবে বিরোধীদের হার হয়েছে অনেক আগেই।এবার শুধু ভোট মেশিনে জবাব দিন।তাই সতর্ক থেকে কোন প্ররোচনায় পা না দিয়ে প্রত্যেক ভোটারকে নিজের ভোট দিতে আহ্বান জানান তপন চক্রবর্তী। এদিনকার নির্বাচনী সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা আলয় রায়, সুধীর সরকার সহ অন্যান্যরা। সমাবেশে প্রচুর সংখ্যায় বাম কর্মী-সমর্থকরা সামিল হন।