গোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর ।। খোয়াই শহরে প্রায় প্রতিদিনই চলছে একের পর এক চুরির ঘটনা। যা নিয়ে চলছে জনগনের মধ্যে ভিতির সঞ্চার। প্রায় অলিখিতভাবে নিজের সম্পদ নিজে রক্ষা করুন এমন একটা বার্তা জনগনের মধ্যে যাচ্ছে। কারন চোরের দল পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দিনের বেলা এবং রাতে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে। খোয়াই পুলিশ প্রশাসনকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে রবিবার ভারি বর্ষনের রাতেও সুভাষপার্ক আউটপোষ্ট থেকে প্রায় দুইশত হাত দুরে প্রকাশ্যে রাস্তার পাশে প্রায় দুটি দোকানে ২০টি তালা ভাঙা হয়। সেই সাথে সিন্ধুকের লকার ভাঙা হয়। যদিও সিন্ধুকের ভেতরের লক খুলতে পারেনি চোরের দল। তারপরও প্রায় ৪০ হাজার টাকার রূপার জিনিষ হাতিয়ে নেয়। ঘটনায় সুভাষপার্ক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। একের পর এক চুরির ঘটনা ঘটছে আর পুলিশ নীরব দর্শক। তবে জনগন বলছেন, নাকি চোরে-পুলিশে মাসতুতু ভাই। পুলিশ কর্তারা সারাদিন এন্ডিং, জুয়া, মদ. কোরাক্স নিয়েই ব্যষ্ত থাকেন। আর রাতে নাইট ডিউটির নামে ভরং দেখাচ্ছে। এনিয়ে গ্রামে-গঞ্জে এবং শহরে পুলিশ কর্তাদের উপর ক্ষোভ ধূমায়িত হচ্ছে। জনগনের দাবি পুলিশী তৎপরতা আরও বাড়ুক এবং দক্ষ পুলিশ কর্তাদের কাজে লাগানো হউক।